বাংলাদেশের আদিবাসীদের আর্থ-সামাজিক জীবনধারায় নদীর প্রভাব আছে।নদী আদিবাসীদের সম্পদের একটি বড় উৎস।যে অধিবাসীরা বেকার আছে তারা নদীর মাছ ধরে এবং তা বিক্রি করে টাকা উপার্জন করে।আদিবাসীদের কৃষি কাজেও নদী অনেক গুরুত্বপূর্ণ।সেচ কাজের জন্য নদীর প্রয়োজন হয়।নদীর যে পলি সৃষ্টি হয়,তা আদিবাসীদের এলাকার মাটিকে উর্বর করে।এতে ফসল বেশি হয়।