যদি আমি মোবাইলের Notepad এ বাংলা ইউনিক আর্টিকেল লিখি।পরে তা Google Translate দিয়ে ইংরেজিতে অনুবাদ করি। তারপর ইংরেজি পোস্টটি সাইটে পাবলিস করি কপি পেস্ট করে। এতে কি Google Adsence পেতে সমস্যা হবে? বিঃদ্রঃ কন্টেন্ট কিন্তু অন্যের ওয়েবসাইট থেকে কপি করা না।
Share with your friends
Waruf

Call

শুধু মাত্র আপনার প্রশ্নের উত্তরে বলছি না সমস্যা হবেনা। আপনি গুগলের ট্রান্সলেটর ব্যবহার করে ইংলিশ করলে তা কপি বলে গন্য হবেনা। এবার প্রাসংগিক কিছু বলছি , আপনি বাংলাকে গুগল দ্বারা ট্রান্সেলেট করলে সকল বাক্যের সঠিক ইংরেজী পাবেন না। গ্রামার গত ভুল ও ভাবার্থবোধক বাক্যে পুরাই ভুল পাবেন। সেখানে ট্রানস্লেট হয় আক্ষরিক অর্থে। তবে আস্তে আস্তে শক্তিশালী ও সঠিক করার চেষ্টা চলছে তাই নিত্য প্রয়োজনীয় কিছু বাক্যও আপনি সঠিক পাবেন। কিন্তু একটি আর্টিকেল লিখতে গেলে তো আর নিত্য ব্যবহার্য বাক্য ব্যবহার হয়না। তাই অধিকাংশ ভুল পাবার সম্ভাবনা রয়েছে ,ফলে এডসেন্স নাউ পেতে পারেন।