ShiponChy

Call

ডিপ্লোমা ছাড়া, ৪ বছরের ব্যাচেলর কোর্স (B.Pharm) করলে ভাল হয়। যারা ডিপ্লোমা করেন, তারা হলেন C গ্রেড ফার্মাসিস্ট। আর আপনি যদি ৪ বছরের ব্যাচেলর কোর্স সম্পাদন করেন। তাহলে আপনি হবেন, A গ্রেড তথা প্রথম সারির ফার্মাসিস্ট। এছাড়া এই কোর্স করতে পারলে, আপনার কাজের/জবের পরিসর অনেক বড় হবে।