Share with your friends
Call

DUET admission এর জন্য পূর্ব পস্তুতি অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে প্রস্তুতি ছাড়া চাঞ্জ পাওয়া একেবারেই দুষ্কর বিষয়। অনেকে অছেন যারা DUET এ পড়াশুনা করতে অধীর অগ্রহী তারা ডিপ্লোমাতে থাকা কালিন সময়েই DUET admission এর সিলেবাস অনুযায়ী পড়াশুনা করেন। যাতে সহজেই চাঞ্জ পাওয়া যায়। তাছাড়া পলিটেকনিক শেষ করেই DUET এর কাছাকাছি থেকে প্রস্তুতি গ্রহন করা যায়। DUET এর আশে পাশে বলা যায় DUET এর বুক চিরে অনেক কোচিং সেন্টার রয়েছে যারা DUET ভর্তিচ্ছু ছাত্রদের ছাত্রীদের DUET এ চাঞ্জ পাওয়ার জন্য সর্বদা কোচিং করিয়ে এবং বিভিন্ন গাইডলাইনস দিয়ে সহোযোগিতা করে যাচ্ছে।