আমার বয়স সবে মাত্র ১৮। আজ থেকে ১৩ বছর পূর্বে আমার একটি ট্রাক্টর accident হয়। যার ফলে আমার নাকের পাস  দিয়ে ট্রাক্টরের ফলা ফেড়ে একটা গাড়ো ক্ষত সৃষ্টি হয়। ডাক্তার সেটা তিন সেলাই দিয়ে তা ঠিক করে দেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে দাগটা বড় এবং গাড়ো কালো ক্ষত তে রুপান্তর হয়। বয়স বাড়ার সাথে সাথে অন্যান্য কিছুর পরিবর্তন হলেও দাগের কোনো পরিবর্ তন হয় না। নিজেকে অনেক ugly মনে করি। খুব ডিপ্রেশনে ভুগি। একজনের পরামর্শে melatrin use করার কথাimage চিন্তা করছি। কেমন হবে??? তাছাড়া শৈশবের কাটা দাগটা দুর করার অন্য কোনো উপায় আছে কি???? প্লিজ ছোটো ভাই হিসেবে সাহাজ্য করুন। এড়িয়ে যাবেননা।

#Beinghuman


Share with your friends
Call

আপনি মেলাট্রিন ক্রিমটি ব্যবহার করতে পারেন। কিন্তু অতিরিক্ত ব্যবহার করবেন না।মেলাট্রিন ক্রিম অতিরিক্ত ব্যবহারে ত্বকে জ্বালাপোড়া হতে পারে,আর বেশি ব্যবহারে মেছতা দ্রুত নির্মূল হওয়ার সম্ভাবনা কম। তবে আপনি সাধারনত ৪-৫ সপ্তাহ পযর্ন্ত ব্যবহার করতে পারেন।