শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

image

 

এই ঔষধ বেশি সেবনে ওষুধটির বহুবিধ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে  সেগুলোর মধ্যে হলো। যেমন,


* শরীরের ইনফেকশন প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে ঘন ঘন ইনফেকশনে আক্রান্ত হওয়া


* ক্ষুধা বেড়ে যাওয়া


* বদ হজম হওয়া


* বুকজ্বলা


* পেট ফাঁপা ও ফুলে যাওয়া


* পেটব্যথা


* হঠাৎ ওজন বৃদ্ধি বা কমে যাওয়া


* উচ্চ রক্তচাপ


* শরীর দুর্বল


* ঘুমাতে অসুবিধা


* সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়া


* মৃগী বা এপিলেপসির প্রকোপ বাড়া


* ঘা সহজে না শুকানো


* শরীরের বিভিন্ন স্থানে র‌্যাশ দেখা দেওয়া


* শিশুদের ক্ষেত্রে বৃদ্ধি ব্যাহত হওয়া


* মুখমণ্ডল ফুলে যাওয়া


* চোখে ছানি পড়া, ঝাপসা দেখা, কর্নিয়ার ঘা হওয়া


* হাত-পায়ে পানি জমা ইত্যাদি।


এ ছাড়া তীব্র ধরনের পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে।


এর মধ্যে আছে-


* আত্মহত্যার প্রবণতা তৈরি হওয়া


* তীব্র মাথাব্যথা


* অজ্ঞান হয়ে যাওয়া


* চোখে তীব্র ব্যথা হওয়া


* চোখে না দেখা


* পায়খানার সঙ্গে রক্ত যাওয়া ইত্যাদি।


এগুলো হলে সঙ্গে সঙ্গে ওষুধ বন্ধ করে ডাক্তারের কাছে যেতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ