সব গুলো সাবজেক্টই ভালো ।  আসলে ইঞ্জনিয়ারিং সেক্টরে ভালো করতে হলে সেটাতে ভালো দক্ষ হতে হয় । তাই আপনার যে সাবজেক্ট ভালো লাগে । সেটাতে ভর্তি হওয়া আপনার সবচেয়ে ভালো হবে । আপনার সেই সাবজেক্ট শিখতে ভালো লাগবে । আপনি সেই সাব্জেক্টে ভালো করতে পারবেন ।  আর যদি শুনতেই চান তাহলে আমি পরামর্শ দিবো সিএসই তে ভর্তি হন । এটার চাহিদা সবচেয়ে বেশী বর্তমানে ।