একজন কোন এক বিষয়ে প্রশ্ন করল তো  আমি চাইছিলাম যেটা বিস্তারিত না হলেও মোটামুটির ভিতরেও  বেসিক  ধারণাটা ধরিয়ে দেব   ।    উত্তর নিয়ে এ বিষয়ে এত প্রবলেম হলো যে ,    আমি বেশ কয়েকবারই  আমার টেক্সট কে কেটে ছোট করলাম যাতে পোস্ট করা যায়  ।কিন্তু বারংবার এই দেখাচ্ছিল যে সর্বোচ্চ 22000 বর্ণে বেশি ব্যবহার করা যাবে না ।   যা আমার জন্য খুবই অস্বস্তিকর মনে হচ্ছিল ব্যাপারটা  । আমি চেয়েছিলাম  আমার প্রশ্ন উত্তর টা বেসিক লি সুন্দর ভাবে গুছিয়ে যাতে তার  জাতীয় সর্বোচ্চ ভালো হয় ।   কিন্তু বারবার এ সমস্যার কারণে  পরিপূর্ণ ভাবে আনসার এবং সুন্দর সমাধানটা করতে পারি নাই ।   যা আমার  কাছে বিস্ময়ে কোনো প্রশ্নের অ্যানসার দেওয়ার   অনাগ্রহ এবং  তৈরি করে ফেলছে । তাই  সকলের সুবিধার্থে চায় যে  সর্বোচ্চ শব্দ সীমা  কমপক্ষে 30 হাজার থেকে 35  হাজার মধ্যে রাখলে  বেটার হয়
শেয়ার করুন বন্ধুর সাথে