ওপরে দেখেন ডাটা H+ আর তার নিচে দুইটা দাগ থাকে, সেখানে ১ টা দাগ পায় আর আরেকটা দাগ ডাটা অন করার ১ মিনিট পর চলে যায় আর আসে না। তখন Loading হতে হতে fail দেখায়। অনেক সিম চেঞ্জ করেও কাজ হয়না। কিন্তু আমার পাশের বন্ধু একই সিম দিয়ে চালায়, তার ফোনে কোনো রকম সমস্যা ছাড়াই চলে। আমারটাই এমন সমস্যা হয়। APN setting ও ঠিক আছে। আর স্ক্রিনশটে আমি ওটা freebasic চালাচ্ছি। MB থাকলেও এমন হয়। জায়গা চেঞ্জ করেও হয়না। তাহলে এটা কিসের সমস্যা? কেন এই সমস্যা হয়? এর সমাধান কেউ কি দিতে পারবেন? সমাধান পেলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। Device: Walton Primo EF6+
শেয়ার করুন বন্ধুর সাথে