সুন্দরবন কুরিয়ারে যদি সাতক্ষীরা থাকে ঢাকায় ১০ কেজি চাউল পাঠানো হয় তাহলে কেমন চার্জ দিতে হবে?
শেয়ার করুন বন্ধুর সাথে

সর্বনিম্ন ৩০ টাকা এবং সর্বোচ্চ ৮০ টাকা নিতে পারে।

তাদের দেওয়া নিচের মূল্য তালিকানুযায়ী; আশাকরি ১০০ টাকা খরচ হবে।


দেশের ভেতর পার্সেল পাঠানোর খরচ

  • প্রতি কেজি দশ টাকা হারে পার্সেলের ভাড়া নেওয়া হয়ে থাকে।
  • দেশের ভিতরে ১৬ ঘন্টার মধ্যে পৌছানো হয়ে থাকে।
  • এই কোম্পানীর মাধ্যমে নগদ টাকা পাঠানোর ব্যবস্থা রয়েছে। পাঠানো মূল টাকার  ৫% কমিশন প্রদান করতে হয়।
  • এখানে পণ্য প্যাকেজিংয়ের জন্য ছোট কার্টুন ৩০ টাকা এবং বড় কার্টুন ৮০ টাকা হারে প্রদান করতে হয়।