Share with your friends

ইলেক্ট্রনিক ডিভাইসের i =input.  o=output. 

আপনি হয়তো ভুল বলছেন। এটা i (আই) না এবং o (ও) না। যেটাকে আপনি i বলছেন সেটা হচ্ছে ইংরেজি সংখ্যা ১ (ওয়ান) এবং যাকে o বলছেন সেটা ইংরেজি অক্ষর ০ (জিরো)। আপনি হয়তো "|" এরকম এবং "o" দেখেছেন।

আসলে এগুুলো হচ্ছে "১" ও "০"।
ডিজিটাল ইলেকট্রনিক্স এর অফ অন বুঝায় "১" ও "০" দ্বার। ১ হচ্ছে অন আর ০ হচ্ছে অফ।
তবুুও যদি মনেকরেন আপনি সঠিক বলেছেন মানে ওখানে i এবং o ছিলো তবে স্পপষ্ট করে একটা পিকচার দিন।

1,0 থাকে ইলেকক্ট্রনিক্স ডিভাইসে যা বাইনারি ভাষা এটি দ্ধারা অফ অন বুঝায় । এবং 1 ভোল্ডেজ এর পরিমান ১ থেকে৮ এবং 0 এর ভোল্ডেজ ১ থেকে ৫ ,