একটি জমির ক্ষেত্রফল 192 বর্গমিটার।জমিটির দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে।আবার জমির মাঝখানে 20 সেমি.ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আকা হলো।বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যা এর উপর অংকিত লম্ব ঐ জ্যা এর অর্ধেকের চেয়ে 2 সেমি কম। ক)জমিটির দৈর্ঘ্যকে X এবং প্রস্থকে Y ধরে তথ্যগুলোর সমীকরণ প্রকাশ কর। খ)জমিটির পরিসীমা নির্নয় কর। গ)বৃত্তটির জ্যা এর দৈর্ঘ্য নির্নয় কর।
শেয়ার করুন বন্ধুর সাথে