আমার বাবা চার ভাই। তাদের চার ভাইয়ের নামে ৬ ঘন্টা জায়গা ক্রয় বাবদ মালিক হয়। কিন্তু তারা নিজ নিজ নামে নামজারী করান নি?  এর মধ্যে আমার বড় চাচা আমাদের কোন কাগজ পত্র দিচ্ছেন না। আমরা নামজারী করাতে চাইছি। আমার বাবা মৃত। আমাদের হাতে কোন কাগজ পত্র নাই। বাকী দুইজন একমত হলেও তাদের হাতে কোন কাগজ পত্র নাই । সব আমার বড় চাচার কাছে জমাকৃত। এখন আমাদের কী করা দরকার? যেহেতু জায়গাটি ক্রয় করেন 2000 সালে বর্তমানে ১৮ বৎসর। ক্রয়কৃত জমির কী কী কাগজ পত্র থাকতে পারে। এবং এগুলো কীভাবে উদ্ধার করা যায় আইনি ভাবে। কোন ব্যক্তি যদি জ্ঞাত থাকেন তাহলে সাহায্য করবেন। আমরা নামজারী না করার কারনে জমির খাজনা দিতে পারতেছিনা। যেটা আমাকে পরে অনেক হয়রানির মধ্যে ফেলে দিবে। ধন্যবাদ
শেয়ার করুন বন্ধুর সাথে