কোমরের নিচে  খুব ব্যাথা হলে জেলা শহরে ডাক্তার দেখালে তিনি এক্সরে দেন।যা দেখে তিনি বলেন আমার মেরুদন্ডের হাড়ের কোমরের নিচে যে অংশ রয়েছে তার শেষ দুইটা  হাড়ে নাকি জন্ম থেকে ফাক নেই যেটা নাকি সবার থাকে তাই ব্যাথা করে।।।তিনি এই বলে ১৫ দিনের ওষধ দেন এবং mri করতে বলেন।।।আমার এখন জানার বিষয় হলো তিনি যে কারনে ব্যাথার কথা বলেছেন তা আসলে বিস্তারিত জানতে চাই আমি এর পর থেকে অনেক তে টেনশনে ভুগছি।।।আশা করি রোগটি সম্প্রকে  বিস্তারিত জানাবেন তার প্রতিকার সহ। অবস্যই আমি আপনার প্রতি চির কৃতগ্য  থাকব।
শেয়ার করুন বন্ধুর সাথে