সবকিছুর যদি ছায়া থাকে তাহলে আগুনের ছায়া নেই কেন ?
শেয়ার করুন বন্ধুর সাথে

কোন বস্তুর ছায়া তখনি সৃষ্টি হয় যখন তা আলোর চলার পথে বাঁধা সৃষ্টি করে।অর্থাৎ,আলোক উৎস থেকে সৃষ্ট আলো যখন কোন বস্তুতে বাঁধা পায় তখন তার বিপরীতে ঐ বস্তুর ছায়া সৃষ্টি হয়।কিন্তু আগুন নিজেই আলোর উৎস,তাই এর ছায়া নেই।