আজকে আমি যখন আমার ফোনটি ব্যাকআপ করি তখন ফোনটি চালু হয় এবং প্রথমে ফোনের Language ঠিক করি।তারপর Cellular Data ঠিক করি।তারপর আরও কিছু জিনিস ঠিক করে Skip বাটনে ক্লিক করে এগিয়ে যায়।তারপর শেষে Wifi নেটওর্য়াক ঠিক করতে বলে তখন আমি Skip বাটন ক্লিক করতে চাচ্ছি কিন্তু হচ্ছে না।এখন কি করে এই নেটওর্য়াক ঠিক করব কারো জানা থাকলে বলেন প্লিজ।ফোনের মধ্যম অর্থ্যাৎ হোম বাটনের বাম দিক যখন ক্লিক করি তখন লেখা থাকে। WPS Network আর Add Network লেখা আসে।
Share with your friends

সিমে ডাটা রেখে মোবাইল ডাটা দিয়ে শুরু থেকে সেটাপ করুন পুনরায় ।

SAkash

Call

সিমে এমবি কিনে ডাটা কানেকসন দিয়ে কিছুক্ষন অপেক্ষা করুন তাতেও না হলে ওয়াইফাই এর সাথে কানেক্ট করলেই হয়ে যাবে।