আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ হিসেবে শক্তি নির্গত হয় এবং তাপহারী বিক্রিয়ায় তাপ হিসেবে শক্তি হ্রাস পায় বা শোষিত হয়।  ধরুন, একটি বিক্রিয়কের অভ্যন্তরীন শক্তি ৩০০ জুল, তাপ হিসেবে নির্গত হবে ৪০ জুল।এখন বিক্রিয়ায় উভয় দিকে তো অভ্যন্তরীন শক্তির পরিমাণ সমান হতে হবে।তাই উৎপাদের অভ্যন্তরীন শক্তি হবে (৩০০-৪০)বা, ২৬০ জুল।এতে বিক্রিয়ায় বাম ও ডান দিকে অভ্যন্তরীন শক্তির পরিমান ৩০০=২৬০+৪০ বা,সমান হবে।তাই,তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়ক অপেক্ষা উৎপাদের অভ্যন্তরীন শক্তির পরিমান কম হয়। অপরদিকে অনুরূপভাবে ধরুন একটি বিক্রিয়কের অভ্যন্তরীন শক্তির পরিমান ৩০০জুল। এ বিক্রিয়ায় তাপ শোষিত হবে ।ধরি ২০ জুল তাপ শোষিত হয়। এখন বিক্রিয়ায় উভয় দিকে তো অভ্যন্তরীন শক্তির পরিমান সমান হতে হবে ।তাহলে উৎপাদের অভ্যন্তরীন শক্তির পরিমান হবে ৩২০ জুল।এতে বিক্রিয়ার বাম ও ডান দিকে শক্তির পরিমাণ হবে ৩০০=৩২০-২০ বা,সমান হবে। তাই তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়ক অপেক্ষা উৎপাদের অভ্যন্তরীন শক্তির পরিমান বেশি হয়। আশা করি উত্তর পেয়েছেন।