আমি ১০ টি কোয়েল পাখি দিয়ে একটি খামার ছোট ভাবে শুরু করতে চাই । কিভাবে করব একটু বলবেন ? আর গত ২.৮.২০১৭ তারিখে ২টি কোয়েল পাখি এনেছি , আজ ২দিনের মাথায় একটি ডিম পেরেছে। এখন এই ডিম ফোটাব কিভাবে ? আমি চাই এটি বাড়ানোর জন্যে। ২ টি পাখি আমার থেকে দাম রেখেছে ১৬০ টাকা। এটি কি সঠিক মূল্য এটি বলবেন এবং ১০ টি পাখি কত টাকা হবে।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি যে খামার টি করতে চাচ্ছেন

এতে ভালো হবে

এখন কোয়েল পাখির মাংস  এবং ডিম দুটো

বিক্রয় হচ্ছে

এ খামার করে লাভোবান হতে পারবেন

কিন্তূ তার জন্যন্য সঠিক পরিকল্পনার প্রয়োজন

আপনি ছোট খামার মানে ১০ টা কোয়েল  পাখি

নিয়ে শুরু করতে চাচ্ছেন

ভালো কথা

শুরুতে আপনাকে

পাখি গুলার থাকার জন্য জায়গার ব্যাবস্থা করতে

হবে

এমন জায়গার ব্যাবস্থা করতে হবে

যেখানে পাখি গুলা নিরাপদে থাকবে

পাখি গুলার দেখা শুনা করতে হবে

সময় মতো খেতে দিতে হবে।

আপনি এই ভাবে শুরু করর পারেন

আর কোয়েল পাখির দাম প্রতি পিচ ৬০-৮০ 

টাকা

তাই সঠিক ভাবে বলা সম্ভব হলো না

১০ টা পাখির দাম কতো নিবে

কিনার সময় দাম কমিয়ে কেনার চেষ্টা করবেন