আমাদের জায়গার পরিমান ২৪ ডেসমিল। সার্ভেয়ার এর পর দেখা গেল ২৪ ডেসমিল আছে অথচ একজন প্রতিবেশি বাড়ি তৈরি করে বসে আছেন ৩ ডেসমিল জায়গার উপর।( এখন ২১ ডেসমিল জায়গার মধ্যে প্রথম ভাই পেয়েছে ৭ ডেসমিল, দ্বিতীয়    ভাই পেয়েছে ৪ ডেসমিল, তৃতীয়  ভাই ৩ ডেসমিল , চতুর্থ ভাই পেয়েছে ৫ ডেসমিল,আর বোন পেয়েছে ২ ডেসমিল)। কিছু দিন পর দেখা গেল প্রতিবেশি লোকটি ৩ডেসমিল ছেড়ে দিলেন তাহলে এই তিন ডেসমিল জায়গা প্রত্যেকে তাদের জায়গার অনুপাতে কত করে পাবে? 

(কারন জায়গা ভাগ করার সময় যার বেশী অংশ ছিল তার বেশী অংশ বাদ দিতে হয়েছে আর যার কম ছিল তার কম বাদ দেওয়া হয়েছে)


শেয়ার করুন বন্ধুর সাথে
Call
প্রথম ভাই পাবে,
 3 এর 7/21=7/7=1 ডেসিমেল 
দ্বিতীয় ভাই পাবে,
 3 এর 4/21=4/7=0.5714285714 ডেসিমেল 
তৃতীয় ভাই পাবে,
 3 এর 3/21=3/7=0.4285714286 ডেসিমেল
চতুর্থ ভাই পাবে,
 3 এর 5/21=5/7=0.7142857143 ডেসিমেল 
বোন পাবে,
 3 এর 2/21=2/7= 0.2857142857 ডেসিমেল 
মোটঃ{ (7÷7)+(4÷7)+(3÷7)+(5÷7)
+(2÷7)= 3 ডেসিমেল }