Share with your friends
Junait

Call

অন্যর লোকেশন নম্বরের মাধ্যমে আপনি

জানতে পারবেন না। একমাত্র আইনের লোকেরাই

প্রয়োজনে লোকেশন নম্বর দিয়ে জানতে পারেন।

গুগল প্লে ষ্টোরে অসংখ্যক ফেক অ্যাপস রয়েছে,

সুতরাং বিচলিত হবেন না। 

নিজের লেকেশন জানতে পারবেন,  এক্ষেত্রে

google map অ্যাপসটি ব্যবহার করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App

আপনি আপনার লোকেশন জানার জন্য ফোনের লোকেশন অপশন অন করে তারপর গুগল ম্যাপে কারেন্ট লোকেশন জানুন।

অন্য নাম্বার লোকেশনের জন্য কোনো এ্যাপ পদ্ধতি নাই। এটা শুধুমাত্র প্রশাসন করতে পারে।image

Talk Doctor Online in Bissoy App

প্রথমেই বলে রাখি একটি নাম্বার দিয়ে অন্য নাম্বারের লোকেশন শুধুমাত্র প্রশাসন জানতে পারবে।যদি একটি ফোন দিয়ে অন্য ফোনের লকেশন জানতে চান নিচের পদ্ধতি অনুসরণ করুন। প্লেস্টোর থেকে Device Manager অ্যাপটি ডাউনলোড করে দিন।তারপর একটি মোবাইল অ্যাপটি জিমেইল দিয়ে সেভ করুন,ঠিক এইভাবে অন্য মোবাইলে একই ইমেইল দিন।দুটি ডিভাইস যখন অ্যাপটির সাহায্যে একটি অপরটির সাথে ই-মেইলের মাধ্যমে কানেক্ট হবে,তখন একে অন্যের লোকেশন জানতে পারবেন।অবশ্য এর জন্য দুটি মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

Talk Doctor Online in Bissoy App