হ্যা, একটি সাইকেল এক বছর রেখে দিলে সাইকেলটি নষ্ট হয়ে যাবে । কারণ সাইকেলটির বিভিন্ন অংশে মরিচা ধরে অকেজো হয়ে যাবে ।

Call

না,,,সাইকেলটির বিশেষ কিছু নষ্ট হবে না।একবছর ধরে পড়ে থাকলে ভাল্টু গলে যাবে তার ফলে বাতাসের অভাবে সাইকেলটির টিউব ও টায়ার ফেটে যাবে।তাই ১ থেকে দেড় মাস পরপর ভাল্টু পাল্টে ফেলবেন এবং হালকা বাতাস দিবেন।পড়ে থাকলে রিং এবং অনন্য যায়গায় মরিচা ধরবে।তাই মাঝে মাঝে মুছতে হবে.আর হ্যাঁ...মাঝে মাঝে বল বেয়ারিং এ তেল দিতে হবে।