অল্প বয়সের মেয়ে বিয়ে করেছেন! একটু ভয় ও ব্যাথা ত থাকতেই পারে।আর সতীচ্ছেদ না করে স্ত্রী এর সাথে সহবাস করবেন কিভাবে?? তাই যেহেতু বিয়ে করেছেন সতীচ্ছেদ ভেঙ্গে সহবাস করতে হবে।ভয় ও ব্যাথা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

১৫ বছর বয়সে বিয়ে??? যাই হোক আপনি যেহেতু বিয়ে করে ফেলেছেন আর কিছু বলার নেই।বয়স যেহেতু কম সেহেতু শারীরিক মিলনে একটু বেশী ব্যাথা অনুভব করার সম্ভাবনা বেশি।আপনি পারসোনাল লোব ব্যাবহার করতে পারেন মিলনের সময়।আর প্রথম মিলনে সতীচ্ছদ ছিড়া টা স্বাভাবিক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সাধারনত সতীচ্ছদ(হাইমেন) পর্দা  সাইকেল চালালে,বেশি দৌড়ালে,লাফা লাফি ইত্যাদি করলে এমনিতেই ছিড়েঁ যেতে পারে । যদি না ছিড়েঁ  থাকে তাহলে প্রথমবার সহবাসের সময় ছিড়ঁবে এবং হাল্কা রক্তপাত হতে পারে ।এতে ভয়ের কিছুই নেই । একটু পরেই  নিজে থেকেই রক্তপাত বন্ধ  হয়ে যাবে ।তারপর সহবাস করলে আর অসুবিধা নেই । প্রথমবার সহবাসে প্রায় সব মেয়েরাই ভয় পাই । যোনিপথ রাবারের মত প্রসারিত হতে পারে । তাই যোনি প্রায় সব রকমের লিঙ্গকে গ্রহন করতে সক্ষম । প্রথম প্রথম একটু ব্যাধা হওয়াটাই স্বাভাবিক । কিছুদিন পর আর অসুবিধা হবে না । এক্ষেত্রে সঙ্গীনির সুবিধা অসুবিধা একটু খেয়াল রাখতে হবে । সঙ্গীনি কে আগে ভালো ভাবে উত্তেজিত করতে হবে তাহলে যোনিপথে পিচ্ছিল তরল বেশি আসবে যা সহবাসে  লিঙ্গ চলাচলে সুবিধা করে ।  সর্বোপরি নিজেদের সজাগ থাকতে হবে ।একে ওপরের ভালো মন্দকে গুরুত্ব দিতে হবে ।তাহলেই অসুবিধা হবে না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ