একজন লোক একাকি প্রাইভেট কারে বসে গাড়ি

চালাচ্ছিলের হঠাৎ তাকে কেউ একজন গুলি করে

হত্যা করে ফেলে। গাড়িটির দরজা, জানলা বন্ধ ছিল

এবং গাড়িতে কোথাও গুলির চিহ্ন পাওয়া গেল না।

শুধু লোকটির গায়েই গুলির ক্ষত। 

আশ্চার্যের বিষয় হলো ভিকটিমের শরীরে/ক্ষতস্থানে

গুলিটি পাওয়া গেল না।  উল্লেখ্য হত্যাকারী বা কেউই

পুলিশ আসার পূর্বে ভিকটিমকে স্পর্শ পর্যন্ত করে নি।

তাহলে গুলিটি কোথায় গেল..??

বিঃদ্রঃ গুলিটি শরীরের এপাশ ওপাশ ভেদ করে নি।


শেয়ার করুন বন্ধুর সাথে

উত্তর: গুলিটি ছিল 'আইস বুলেট'।  আইস বুলেটটি ভিকটিমের শরীরে লাগার পর ধীরে ধীরে আইস গলে পানিতে পরিণত হয়ে গেছে। তাই পুলিশ বা ডাক্তার কেউ ই গুলিটির অস্তিত্ব পায় নি।