শেয়ার করুন বন্ধুর সাথে

এখানে বয়সটা গুরুত্বপূর্ণ। বয়স বেশী হলে একটু সমস্যা হতে পারে। স্বাভাবিক পরিবর্তন হিসেবেই বৃদ্ধি ঘটে প্রোস্টেট গ্রন্থির। প্রোস্টেট গ্রন্থি প্রস্রাব প্রবাহে বাধার সৃষ্টি করে। ফলে প্রস্রাবের থলি সব সময় সম্পূর্ণ খালি হয় না। আর বৃদ্ধি পাওয়া প্রোস্টেট সৃষ্টি করে প্রস্রাবের থলির মুখে এক ধরনের অস্বস্তি।

Yakub ali ভাই যেটা বলল সেটাই করেন।