Call

মাসিক বিভিন্ন কারণে দেরিতে হতে পারে|যেমন আয়রনের ঘাটতি, রক্তশূন্যতা, দুশ্চিন্তা, হতাশা, ভিটামিনের ঘাটতি, হরমনের প্রভাবে দেরিতে মাসিক হতে পারে|তবে এগারো দিন অতিক্রম হয়ে গেছে|সেহেতু গাইনী বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উত্তম|আর নিজেকে টেনশন মুক্ত রাখুন|