আমার চোখে -২ পাওয়ারের চশমা পড়া লাগে,তাছাড়া হাতেও দুইটা অপারেশন হইছে,দাগ আছে।আমি কী বিমান বাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে ভর্তির জন্য আবেদন করতে পারব???

দয়া করে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন।


শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার ইঞ্ঝুরির উপর নির্ভর করবে আবেদন করতে পারবেনা কি না। সমস্যা যদি বেশী থাকে তাহলে ডিফেন্সের জবের ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না।

Junait

Call

আবেদন করতে পারবেন, তবে দুঃখের সাথে বলতে

হচ্ছে যে আপনাকে প্রাথমিক মেডিকেল থেকেই 

বাদ দিয়ে দিবে। প্রাথমিক মেডিকেল কোনো ভাবে

অতিক্রমিত হলেও চুড়ান্ত মেডিকেল থেকে অবশ্যই 

বাদ দিবে আপনার শারীরিক ত্রুটির জন্যে।

আপনার সৌখিনতা বা মনের সন্দেহ কাটাতে

আবেদন করতে পারেন। 

আমার উপদেশ যেহেতু বাদ যাওয়ার সম্ভবনা শতভাগ

সেহেতু, টাকা ও সময় নষ্ট না করাটাই ভালো।