শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এন্টি রেডিয়েশন চিনার আগে চিনতে হবে রেডিয়েশন কি?

রেডিয়েশন এর বাংলা অর্থ হলঃ বিকিরণ, বিচ্ছুরণ,

তেজস্ক্রিয়তা। 

কোন উৎস থেকে শক্তি যখন কণা, তরঙ্গ, রশ্মি আকারে 

নিকটস্থ মাধ্যম বা পরিবেশে সঞ্চালিত হয় তখন তাকে 

বিকিরণ বলে। যেমনঃ সূর্য থেকে আলো বিকিরণের 

মাধ্যমে পৃথিবীতে আসে। চুলার আগুন থেকে তাপ 

বিকিরণের মাধ্যমে চারপাশে ছড়িয়ে পড়ে। 

এক্স-রে মেশিন থেকে এক্স-রশ্মি বিকিরণ হয়।

মোবাইলের ক্ষেত্রে এ দ্বারা বোঝানো হয় ফোন থেকে 

মাইক্রোওয়েভ তরঙ্গ বিচ্ছুরিত হওয়া বা

 রেডিয়েশন তৈরি হওয়া। 

এই রেডিয়েশন মানব দেহের জন্য অনেক ক্ষতিকর। এই

ক্ষতি থেকে বাচতে ব্যবহার করা হয় এন্টিরেডিয়েশন চিপ।