গত কিছুদিন ব্রনের কারনে অনেক অস্বস্তিতে ছিলাম ৷ এক বন্ধুর পরামর্শে Himalaya neem face wash দিনে দুবার করে use করি ৷ দুদিন ব্যবহার করার পর খেয়াল করি যে, আমার গালে লালচে দাগ পরে গেছে অনেকটা পোড়া দাগের মত ৷ চামড়া শুকিয়ে গেছে , মুখে খুব জ্বলাপোড়া করে ৷যেখানে যেখানে ব্রন ছিল সেখানেও লাল দাগ পড়ে গেছে ৷ এখন ওটা use করা বন্ধ রাখছি ৷

এখন আমি কি করব ? ঔটা ব্যবহার করব ? নাকি অন্য কোন fasewash ব্যবহার করব ?


Share with your friends

Himalaya neem face wash আপনার ত্বকে সুট

করেনী। বরং এটা ব্যবহারে আপনার ত্বকে এলার্জি

দেখা দিয়েছে। অতএব এটা ব্যবহার বন্ধ করুন।

আপনি গার্নিয়ারটা ইউজ করে দেখতে পারেন।

Talk Doctor Online in Bissoy App

এর থেকে অনেক ভাল ফেসওয়াস হলো Garniar Acno Fight Facewash.

(100gm)→220 tk

আর রেমি স্পট ক্রিম টা ব্যবহার করবেন।

আশা করি সুফল পাবেন।

Talk Doctor Online in Bissoy App