আগে হস্তমৈথুন করতাম অনেকদিন হল হস্তমৈথুন করি না কিন্ত আমার স্বপ্নদোষ হচ্ছে না।


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

যখন আপনি বাজে চিন্তা করবেন বেশি,পর্নো ভিডিও দেখবেন এবং দীর্ঘদিন হস্তমৈথুন ছাড়া থাকবেন,তখন সপ্নদোষ হবে।

স্বপ্নদোষ না হওয়া কোনো সমস্যা নয়।

বরং বেশি বেশি হওয়াই সমস্যা।

স্বপ্নদোষ হয়ে থাকে বাজে চিন্তা ভাবনা করলে, 

খারাপ ছবি দেখলে কিংবা অনেকদিন বীর্যপাতহীন থাকার ফলে বীর্যথলি ভরে গেল।

সুতরাং আপনি যখন অনেকদিন হস্তমৈথুন করবেন না,

তাহলে বীর্য থলি পূর্ণ হলে এমনিতেই স্বপ্নদোষ হবে।

এটা কোনো ব্যাপার নয়।

ওষুধ খেয়ে স্বপ্নদোষ ঘটানোর কিছু নেই।