এডিশনালে বিষয়ে আমার মার্ক 82=a+ এডিশনাল বিষয়ে প্লাস পেলে যে 3.00 যুক্ত হয় তা সহ আমার জিপিএ বের করুন এবার সঠিকভাবে জিপিএ বের করে দিবেন আবার শুনছি 68 পেলে নাকি 70=A করে দেয়,78=A+ 2017 সালে এস এস সি ইগজাম দিয়েছি।আমি সায়েন্সের ছাএ।আমার বিষয় মোট 14 টা তার মধ্যে 50 মার্কের দুইটা।আমি যদি 1।শারীরিক,2।তথ্য প্রযুক্তি,3।ক্যারিয়ার,4।4 subject,5।জীবে 80 পাই অর্থাৎ 5 টা বিষয়ে A+ পাইতারপর 6।ইসলাম,7।সমাজ,8।পদার্থ,9।রসায়ন,10।ইংরেজী প্রথম,11।বাংলা 2 য় এগুলোতে যদি 72 মার্ক পাই অর্থাৎ 6 টা বিষয়ে যদি A পাই আর 12।বাংলা প্রথমে =66,13।ইংরেজী 2 য় তে=60,14।গনিতে যদি 57 পাই তাহলে সবগুলো হিসাব করে আমার জিপিএ(GPA) কি আসতে পারে।আপনারা আমাকে জিপিয়ে বের করে দিবেন সর্বশেষে আরেকটা কথা তথ্য,ক্যারিয়ার এগুলোতে 40 পেলে A+,,, কিন্তু এসব বিষয়ে আমি 50 এর মধ্যে 48 পেয়েছি। রেজাল্ট করার সময় তো তারা 40 নিবে মানে a+ বা 5.00 নিবে তাহলে তো আমার 8 মার্ক নষ্ট হবে ।এভাবে সব বিষয় মিলে আমার 30 মার্ক হচ্ছে। আবার কোন কোন বিষয়ে 74 মার্ক পেয়েছি মানে সেখানেও 4 মার্ক নষ্ট হচ্ছে।
শেয়ার করুন বন্ধুর সাথে
গ্রেডিং সিস্টেমের কারণেই আপনি 48 পেলে যে মান 40 পেলে একই মান । এটি সকল শিক্ষার্থীর ক্ষেত্রেই প্রযোজ্য । এতে নম্বর হয় না । মোট নম্বরে এগুলো ঠিকই যুক্ত হবে । আর 78 পেলে তা 2 বাড়িয়ে 80 দিবে তা কিন্ত নিশ্চিত নয় ।
অপশনাল সহ পাচটি বিষয়ে A+=(5*4)+3=23
ছয়টি বিষয়ে A=(4*6) =24
বাংলা ১ম ও ইংরেজী ২য় তে A-= (3.5*2)= 7
গণিতে B= 3
মোট পয়েন্ট (23+24+7+3)=57 প্রাপ্ত জিপিএ=57/13=4.39 ।