শেয়ার করুন বন্ধুর সাথে
shohanrand1

Call

ফরাসী পদার্থবিদ্যাবিদ সেরিক্রোসিয়ান (ঐবহৎরযপবঃরড়হ) এই শতকের ৭০ এর দশকে সিনেমাস্কোপ আবিষ্কার করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিবর্তন সাধন করেন। সিনেমাস্কোপ হলো চলচ্চিত্র নির্মাণের একটি বিশেষ পদ্ধতি। এ পদ্ধতিতে চলচ্চিত্রের আকার পর্দায় প্রক্ষিপ্ত হওয়ার সময় স্বাভাবিক উচ্চতার থেকে আড়াইগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়। এতে অ্যানারমোরফিক লেন্স নামীয়ে একটি বিশেষ লেন্সের সাহায্যে একটি বিস্তৃত ছবিকে নিষ্পেষণ করে একটি ষ্টান্ডার্ড বা সাধারণ ব্যবহৃত ৩৫মি.মি. ফিল্মে ঢুকানো যায়। একটি বিশেষ প্রক্ষেপণ লেন্সের সাহায্যে ঐ প্রতিচ্ছবিকে পরিষ্কার অবস্থায় পুনরায় নিয়ে আসা হয় এবং কোনরূপ আনুশাঙ্গিক ভ্রম সৃষ্টি না করে একটি বিস্তৃত পর্দায় প্রক্ষেপণ করা হয়। বতৃমানে সিমেনা শিল্পে ৭০ মি.নি., ৩৫ মি.মি., ১৬মি.মি., ৯.৫মি.মি., এবং ৮মি. আয়তনের ফিল্ম ব্যবহার করা হয়। সাধারনত বানিজ্যিক ছবিগুলোতে ৭০মি.মি. বা ৩৫মি.মি ফিল্ম ব্যবহার করা হয়। স্বল্প ব্যয়ের বা ডকুমেন্টারী ফিল্মগুলো সাধারণত ৯.৫ বা ৮.৫ মি.মি. হয়ে থাকে।