শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সুবিধাজনক পণ্য নিম্নরূপ হতে পারে : ক. অত্যাবশ্যকীয় পণ্য : মানুষের জীবন ধারণের জন্য যেসব পণ্যদ্রব্য প্রতিনিয়ত ক্রয় করতে হয় সেসব পণ্যকে অত্যাবশ্যকীয় পণ্য বলে। যেমন : চাল, ডাল, লবণ, টুথব্রাশ, পেস্ট ইত্যাদি। খ. লোভনীয় পণ্য : যেসব পণ্য দেখার সঙ্গে সঙ্গে ক্রেতার ক্রয় ইচ্ছা জাগ্রত হয়, সেগুলোকে লোভনীয় পণ্য বলে। যেমন আইসক্রিম, বাদাম, খেলনা, পত্রিকা, সিডি ইত্যাদি। গ. জরুরি পণ্য : বিশেষ জরুরি প্রয়োজনে বা ঘটনার পরিপ্রেক্ষিতে ওই পণ্য ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভূত হয়, তাকে জরুরি পণ্য বলে। যেমন বৃষ্টির সময় ছাতা, জীবনরক্ষাকারী ওষুধ, গাড়ির টায়ার, মবিল, গ্যাস ইত্যাদি। ঘ. গৃহে সরবরাহকৃত পণ্য : যেসব পণ্য ভোক্তাদের গৃহে বা আবাসস্থলে পৌঁছে দেয়া যায়, এসবকে গৃহে সরবরাহকৃত পণ্য বলে। যেমন দুধ, মাছ, তরিতরকারি, হাঁস, মুরগি, ডিম ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ