শেয়ার করুন বন্ধুর সাথে

ঘরে বসে ভ্রু ঠিক রাখতে চাইলে শুরুতে ভ্রুর শেপ বরাবর কাজল লাগান। এবার তার বাইরে বাইরে থাকা অতিরিক্ত লোমগুলো টুইজার দিয়ে তুলে ফেলুন। ভ্রু প্লাকের ক্ষেত্রে ছোট কাঁচিও ব্যবহার করতে পারেন। ভ্রুর অতিরিক্ত লোম কাঁচি দিয়ে ছেঁটে ফেলুন। তবে সাবধান থাকতে হবে যাতে চামড়া কেটে না যায়। এছাড়া ভ্রু প্লাক করার জন্য বর্তমানে আইব্রো নিকিং নামে এক ধরণের রেজার বের হয়েছে। এর চিকন মাথা দিয়ে ঘরে বসে ভ্রুর অতিরিক্ত লোম কেটে ফেলা যায় খুব অল্প সময়ের মধ্যেই। যেভাবেই ভ্রু প্লাক করুন না কেন ভ্রু প্লাক করার পর অবশ্যই ময়েশ্চারাইজার ক্রিম লাগাতে হবে। ক্রিমটি ১০ মিনিট ধরে ম্যাসেজ করলে ভ্রু প্লাকের পর আর কোন ব্যথা হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ