নোট: আমি অভিজ্ঞতাবাদে বিশ্বাস করি না মানে এই না যে অভিজ্ঞতা সর্বদাই সবসময়ের জন্য মিথ্যা। কিছু অভিজ্ঞতা চিরকালের জন্য কাজে লাগলে লাগতেও পারে। তবে আমি বলব আপনার মানসিকতা যেন ভূমিকম্পের মতো না কাঁপে। অন্যের অভিজ্ঞতা (কাজে লাগুক আর না লাগুক), বুদ্ধিমত্তা, সতর্কতা এবং শক্তিশালী যুক্তি অবশ্যই কাজে লাগাবেন। সাফল্যের সম্ভাবনা ৯০%–এর বেশি। (বুদ্ধিমান ও জটিল চিন্তাধারী সরল কর্মীরা সহজেই কথাটা বুঝবে) · · আচ্ছা আইইএলটিএস? আর ৭ পয়েন্ট? আমি বলব আপনি ১৫ পয়েন্টের জন্য পড়ুন। আমি খেয়াল করে দেখেছি যারা যে লক্ষ্যে কাজ করে, হয় অনুরূপ সেটাই পায়, আর না হয় একটু কম পায়। আর যারা লক্ষ্যের চেয়ে আরো বেশি বড় লক্ষ্য নিয়ে কাজ করেছে তারা তো মূল লক্ষ্য অর্জন করেই, বোনাস হিসেবে যা‌ লক্ষ্য ছিল, সেগুলোও পেয়েছে। বুঝতেই পারছেন।