দুটি তড়িদ্বারকে কোনাে উপর্যুক্ত তড়িৎবিশ্লেষ্য দ্রবণে নিমজ্জিত করে তাদেরকে বাহ্যিকভাবে তড়িৎ পরিবাহী ধাতব তার দ্বারা সংযুক্ত করলে তড়িৎ রাসায়নিক কোষ অর্থাৎ ড্যানিয়েল সেল উৎপন্ন হয়। এ সংযােগের ফলে কোষের অভ্যন্তরে তড়িদদ্বারগুলাের পৃষ্টতলে রাসায়নিক বিক্রিয়া ঘটে। অ্যানােডে জারণ ঘটে এবং ক্যাথােডে বিজারণ ঘটে। এ সময় বহিঃস্থ পরিবাহীর মধ্য দিয়ে অ্যানােড থেকে ক্যাথােডে ইলেকট্রনের প্রবাহ ঘটে। আর বহিঃস্থ পরিবাহীর মধ্য দিয়ে ক্যাথােড থেকে অ্যানােডে তড়িৎপ্রবাহ ঘটে।