শেয়ার করুন বন্ধুর সাথে

 সেটা সম্ভব নই কারণ ফেসবুক আক্যাউন্ট ডিলেট হয় না  

ডিসেবল আইডি রিমোভ করতে যা যা লাগে : ১. পি. সি. (কম্পিউটার) এবং ২। গুগল ক্রোম ব্রাউজার। ডিসেবল আইডি রিমোভ করার পদ্ধতি: গুগল ক্রোম ব্রাউজার অপেন করে Facebook closed Friends Accounts removal extension কথাটি লিখে গুগল সার্চ দিয়ে extension টাকে Add/download করে নিন। তারপর আপনার ফেসবুক আইডি থেকে ফ্রেন্ড লিস্টে গিয়ে Download করা extension টাতে ক্লিক করলেই একটা বক্সে কয়টা আইডি রিমোভ হয়েছে তার সংখ্যা দেখাবে। ঐখানে ক্লিক করলেই ডিসেবল আইডিগুলো রিমোভ হয়ে যাবে। সতর্কতা: এই নিয়মে কাজ করলে Malware নামক একটা ভাইরাস আপনার আইডিতে এ্যাটাক করতে পারে । তবে এক্ষেত্রে চিন্তার কোন কারন নেই। এন্ট্রি মালোয়ার দিয়ে স্ক্যান করলেই আপনার আইডি ভাইরাস মুক্ত হয়ে যাবে।