হ্যা......তারা রেকর্ড করার জন্য একটি বিশেষ Software ব্যবহার করে

Anonymous

Call

স্টুডিওতে গান প্রডিউস করতে নানা সফ্টওয়্যার ব্যবহার করা যেতে পারে, যেমন FL Studio, Cubase, Ablteton Live, Garageband ইত্যাদি। এটা অনেকটা ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে কি সফ্টওয়্যার ব্যবহার করা হবে।


খুব সম্ভবত আপনি বোঝাতে চেয়েছেন গান কিভাবে প্রডিউস করা হয়। কারণ রেকর্ড অবশ্যই মাইক্রোফোন ব্যবহার করেই করা হয়। বাকি কাজ সফ্টওয়্যারের। কণ্ঠ এডিটের জন্য এক্সট্রা সফ্টওয়্যার ব্যবহার করা যায়, যেমন Audacity. এক কথায় রেকর্ডের পরবর্তী সব পরিবর্তন আর গান ও অন্যান্য সাউন্ডের সমন্বয় সাধন করা হয় এক বা একাধিক সফ্টওয়্যার ব্যবহার করে।