জীববৈচিত্র্য রক্ষা করার জন্য স্থাপন করতে হয়-

সঠিক উত্তর: Gene bank
দেশের মূল্যবান কৃষি-জীববৈচিত্র্য রক্ষার জন্য জিন ব্যাংক(Gene bank) স্থাপন করা হয়েছে। জিন ব্যাংকও আসলে একধরনের ব্যাংক। তবে প্রচলিত ব্যাংকের মতো টাকাপয়সা সংরক্ষণ বা গচ্ছিত রাখে না এই ব্যাংক। এটি আসলে জেনেটিক তথ্য ব্যাংক। এখানে সংরক্ষিত হয় জেনেটিক তথ্য বা দেশের ভূ-সম্ভূত (Land Race) প্রাকৃতিক বীজ সম্পদ।