জীববৈচিত্র্য রক্ষা করার জন্য স্থাপন করতে হয় ু-

সঠিক উত্তর: gene bank
জীববৈচিত্র্য রক্ষা করার জন্য gene bank স্থাপন করতে হয় | জিন ব্যাংকও আসলে একধরনের ব্যাংক। তবে প্রচলিত ব্যাংকের মতো টাকাপয়সা সংরক্ষণ বা গচ্ছিত রাখে না এই ব্যাংক। এটি আসলে জেনেটিক তথ্য ব্যাংক। এখানে সংরক্ষিত হয় জেনেটিক তথ্য বা দেশের ভূ-সম্ভূত (Land Race) প্রাকৃতিক বীজ সম্পদ।