ম্যান্টল দ্বারা আবৃত অখন্ডায়িত কোমল দেহবিশিষ্ট প্রাণিকূল যে পর্বের অন্তর্গত তা হল-

সঠিক উত্তর: মলাস্কা
মলাস্কা (mollusca) পর্বের প্রাণীদের পৃষ্ঠীয় দেহপ্রাচীর ম্যান্টল বা পেলিয়াম) (mantle or pallium) নামক একজোড়া ভাঁজের সৃষ্টি করে, যা ম্যান্টল গহ্বরকে ঘিরে রাখে, ম্যান্টল থেকে নিঃসৃত রস দিয়েই খোলক (shell) তৈরি হয়।