ম্যান্টল নিচের কোন পর্বের বৈশিষ্ট্য?

সঠিক উত্তর: Mollusca
পর্ব Mollusca-র বৈশিষ্ট্য১. দেহ নরম, মাংসল ও অখণ্ডকায়িত।২. সিলোমেট, অধিকাংশ দ্বিপার্শীয় প্রতিসম (গ্যাস্ট্রোপোডা ব্যাতীত) এবং সুস্পষ্ট মাথাবিশিষ্ট। ৩. ম্যান্টল (mantle) নামক পাতলা আবরণে দেহ আবৃত। ম্যান্টল থেকে ক্ষরিত পদার্থে চুনময় খোলক (shell) গঠিত হয়। সাধারণত খোলকের মধ্যে প্রাণী অবস্থান করে।৪. দেহগহ্বর খুব সংক্ষিপ্ত ও হিমোসিল (hemocoel) – এ পরিণত হয়েছে।৫. দেহের অঙ্কীয়দেশে মোটা চামড়া প্রশস্ত মাংসপিণ্ডের মতো পদ।