সন্ধিপদ প্রাণিরা কোন পর্বের অন্তর্গত? (In which phylum the joint-footed animals belong?)

সঠিক উত্তর: Arthropoda
সন্ধিপদীরা আর্থ্রোপোডা পর্বের সদস্য যাদের মধ্যে রয়েছে পতঙ্গ, মাকড়সা-সদৃশ আরাকনিড, এবং কবচী বা ক্রাস্টাসিয়ান। উপাঙ্গগুলো বহিঃকঙ্কালের অংশ গঠন করে যা মূলত গ্লুকোজ থেকে উৎপন্ন আলফা-কাইটিন দিয়ে তৈরী। এই পর্বের অন্তর্গত প্রাণীগুলির দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। মাথায় এক জোড়া পুঞ্জাক্ষি ও এন্টেনা থাকে।