শিখাকোষ যে পর্বের বৈশিষ্ট্য-(Flame cell is the characteristic of the phylum-)

সঠিক উত্তর: প্লাটিহেলমিনথেস(Platyhelminthes)
প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য ও বৈজ্ঞানিক নাম The main character of Platyhelminthes১. প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের দেহ (দ্বিপার্শ্বীয় প্রতিসম, ত্রিস্তরী (triploblastic) ও পৃষ্ঠ অঙ্কীয়ভাবে চ্যাপ্টা অথবা পাতা বা ফিতার ন্যায়।২. দেহত্বক নরম, সিলিয়াযুক্ত এপিডার্মিস অথবা কিউটিকল-এ আবৃত ।৩. প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের দেহ সিলোমবিহীন বা অ্যাসিলোমেট (acoelomate)।৪. নির্দিষ্ট রক্ত সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র ও কঙ্কালতন্ত্র অনুপস্থিত।৫. পৌষ্টিকনালি অসম্পূর্ণ বা অনুপস্থিত (ফিতাকৃমি)৬.রেচনতন্ত্র শিখাকোষ (flame cell) বা প্রোটোনেফ্রিডিয়া (protonephridia) বা সোলেনোসাইট (solenocyte) নিয়ে গঠিত।৭.প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের  একমাত্র পরিপাকনালী ছাড়া অন্তঃস্থ কোন গহ্বর নাই।৮. বিভিন্ন অঙ্গের মাঝে ফাঁকা স্থানগুলো প্যারেনকাইমা (parencyhma) নামক যোজক টিস্য বা মেসেনকাইমা (mesencyhma) এ পূর্ণ থাকে।৯. দেহের অগ্রভাগে সুস্পষ্ট মস্তক ও চোষক থাকে।১০. দেহে বাহ্যিক চোষক অথবা হুক অথবা উভয়ই থাকে; পৌষ্টিকতন্ত্র পায়ুছিদ্ৰ বিহীন এবং শাখান্বিত।১১. উভলিঙ্গ, স্বনিষেক ও পরনিষেক সম্পন্ন হয়; নিষেক অভ্যন্তরীণভাবে ঘটে এবং পরিস্ফুটন প্রত্যক্ষ বা পরোক্ষ ধরনের।১২. চ্যাপ্টাকৃমির  জীবনচক্রে একাধিক লার্ভা দশা (মিরাসিডিয়াম, রেডিয়া, সোরকারিয়া ইত্যাদি) দেখা যায়।