রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি?

সঠিক উত্তর: বৌঠাকুরাণীর হাট
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস বৌঠাকুরাণীর হাট। বৌ - ঠাকুরাণীর হাট হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা উপন্যাস। এটি ১৮৮৩ সালে প্রকাশিত হয়। রচনার দিক থেকে "করুণা" পূর্ববর্তী হলেও "বৌ - ঠাকুরাণীর হাট" উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে প্রকাশ পায়। তিনি এই উপন্যাসকে কেন্দ্র করেই রচনা করেন "প্রায়চিত্ত" (১৯০৯) নাটকটি। ১৯২৯ সালে নাটকটি ভেঙে পুুুুনরায় রচনা করেন "পরিত্রাণ" নাটক।