কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস?

সঠিক উত্তর: ঘরে বাইরে
প্রশ্ন: কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস উত্তর: ঘরে বাইরে। বর্ণনা: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য উপন্যাস এর মধ্যে রয়েছে বৌ - ঠাকুরানীর হাট (1883) রাজর্ষি (1883) চোখের বালি (1903)নৌকাডুবি (1906) গোৱা(1910)চতুরঙ্গ (1916 )ঘরে - বাইরে (1916)যোগাযোগ (1929) শেষের কবিতা(1929 )ইত্যাদি । তাৱ ৱচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থেৱ মধ্যে রয়েছে সন্ধ্যাসংগীত (1882) প্রভাত সঙ্গীত (1883 ) কড়ি ও কোমল(1886), মানসী (1890) সোনার তরী (1894 ), ক্ষণিকা (1900) গীতাঞ্জলি (1910) , বলাকার (1915 ) পুনশ্চ(1932 )শেষ লেখা (1941) ইত্যাদি । তাঁর রচিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে বিসর্জন (1891), অচলায়তন(1910 ), ডাকঘর (1912 )রক্ত কবরী (1924) ইত্যাদি । তাঁর রচিত উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে - স্বদেশ(1908), সভ্যতার সংকট (1941)ইত্যাদি।