একবীজপত্রী উদ্ভিদের জন্য কোনটি সঠিক?

সঠিক উত্তর: পত্র, পত্রমূল, ও পত্রফলকে বিভক্ত নয়
একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য (Difference between monocotyledonous and dicotyledonous plants):পার্থক্যের বিষয়একবীজপত্রী উদ্ভিদ/Lilihpsidaদ্বিবীজপত্রী উদ্ভিদ/Magnoliopsida১। প্রকৃতিঅধিকাংশই বীরুৎ, অল্পসংখ্যক বৃক্ষজাতীয়।বীরুৎ, গুল্ম ও বৃক্ষজাতীয়।২. মূলসব ধরনের মূল অস্থানিক গুচ্ছ প্রকৃতির।কিছু ব্যতিক্রম ছাড়া সব ধরনের মূল স্থানিক প্রধান।৩। পাতার শিরাবিন্যাসপ্রধানত সমান্তরালপ্রধানত জালিকাকার।৪। পত্রমূলপত্রমূল প্রশস্ত ও কাণ্ডবেষ্টক।পত্রমূল প্রশস্ত ও কাণ্ডবেষ্টক নয়।৫. পুষ্পট্রাইমেরাস প্রকৃতির।টেট্রামেরাস বা পেন্টামেরাস প্রকৃতির।৬। বীজবীজে একটি বীজপত্র থাকে।বীজে দুটি বীজপত্র থাকে।৭। পরিবহন টিস্যু (কান্ডের ক্ষেত্রে)বন্ধ প্রকৃতির, বিক্ষিপ্তভাবে সাজানো এবং সাধারণত গৌণ বৃদ্ধি ঘটে না (ক্যাম্বিয়াম অনুপস্থিত)।মুক্ত প্রকৃতির, বৃত্তাকারে সাজানো এবং গৌণ বৃদ্ধি ঘটে (ক্যাম্বিয়াম উপস্থিত)।