নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য?

সঠিক উত্তর: পাতার শিরবিন্যাস সমান্তরাল
একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য :১/ বীজে বীজপত্র একটি ২/ মূল গুচ্ছমূল ৩/ পাতার শিরাবিন্যাস সাধারণত সমান্তরাল ৪/ পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা তিন বা তার গুণিতক অর্থাৎ পুষ্প ট্রাইমেরাস ৫/ বীজপত্রের অবস্থান শীর্ষ এবং ভ্রুণমুকুল পার্শ্বীয়  বীজপত্র : বীজের ভিতরে বিদ্যমান পাতার ন্যায় গঠনকে বীজপত্র বলে। পুষ্পপত্র : ফুলের প্রতিটি স্তবকের প্রত্যেক সদস্যকে পুষ্পপত্র বলে।  বৃতির প্রতিটি সদস্যকে বলা হয় বৃত্যংশ দল মন্ডল এর প্রতিটি সদস্যকে বলা হয় পাপড়ি পুংস্তবক এর প্রতিটি সদস্যকে বলা হয় পুংকেশর স্ত্রী স্তবক এর প্রত্যেক সদস্যকে বলা হয় স্ত্রীকেশর বা গর্ভকেশর বা গর্ভপত্র সুতরাং বৃত্যংশ, পাপড়ি, পুংকেশর, স্ত্রীকেশর প্রত্যেকটিই এক একটি পুষ্পপত্র ট্রাইমেরাস ফুল : যে ফুলে ৩ বা তার গুনিতক সংখ্যক পাপড়ি থাকে একবীজপত্রী উদ্ভিদের মোট ৬৫ টি গোত্র রয়েছে একবীজপত্রী উদ্ভিদের একটি গোত্র Poaceae