'সাবান ও ' আনারস' শব্দ দুটি কোন ভাষা হতে এসেছে?

সঠিক উত্তর: পর্তুগিজ
আনারস ও সাবান পর্তুগিজ ভাষার শব্দ। আরো কয়েকটি শব্দ হলো - বারান্দা, পরাত, আয়া, আচার, পাচার, পেয়ারা, যীশু, ক্রুশ, গরাদ, জানলা, নোনা, বালতি, পেঁপে, পাউরুটি, সাবান, তোয়ালে, গামলা, বালতি বোতাম, বিন্তি/বিন্তী(এক প্রকার তাস খেলা), মিস্ত্রী, নিলাম, ফিতা, কাবাব, কামিজ, সেমিজ, কপি, মার্কা, আলপিন, আলকাতরা, ইস্পাত,এনতার(অজস্র, প্রচুর, দেদার), কামরা, কেদারা।