'আনারস' এবং 'চাবি' শব্দ দুটি বাংলা ভাষায় কোন ভাষা হতে গৃহীত হয়েছে ?

সঠিক উত্তর: পর্তুগীজ
বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, এসব শব্দকে বরা হয় বিদেশি শব্দ। যেমন - পর্তুগিজ : আনারস, চাবি, আলপিন, বালতি ইত্যাদি আরবি : আর্লাহ, ইসলাম, কলম, রায় ইত্যাদি ওলন্দাজ : ইস্কাপন, তুরুপ, রুইতন, হরতন ইত্যাদি। বাংলাদেশের আদিম অধিবাসীদের ( যেমন: কোল, মুন্ড প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, এসব শব্দকে দেশি শব্দ বলে। যেমন - কুলা, টোপর, ডাব, ডাগর, ঢেকি ইত্যাদি।