কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি ?

সঠিক উত্তর: মুক্তি
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম মুক্তি। ‘মুক্তি’ কবিতাটি কাজী নজরুল ইসলাম রচনা করেন। এ কবিতায় হাত বাঁধা ফকির অর্থাৎ ফকির দরবেশের প্রতি নজরুলের আকর্ষণের পরিচয় বহন করে। প্রথম প্রকাশিত এই ‘মুক্তি’ কবিতাটি নির্ঝর কাব্যগ্রন্থে সন্নিবেশিত হয়েছে। এটি নজরুলের দ্বিতীয় প্রকাশিত রচনা ও প্রথম প্রকাশিত কবিতা।